তারাবি নামাজ নিয়ে ফেসবুকে কটুক্তিমূলক ইভেন্ট, সমালোচনার ঝড়

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, মে ১২, ২০১৯

ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘তারাবি নামাজ বাদ দিয়ে আড্ডা’ শিরোনামে একটি ইভেন্ট খোলা হয়েছে।  Bad Buzz নামে একটি পেজ থেকে ইভেন্টটির আয়োজন করা হয়েছে।

ইভেন্টটিতে আগামী ১৩ মে থেকে ১৮ মে পর্যন্ত রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত আড্ডার কথা বলা হয়েছে।

ইভেন্টের ডিটেইলসে বলা হয়েছে-তারাবি নামাজের নাম করে বের হয়ে আড্ডা দেয়ার মানুষ সবাই আমন্ত্রিত।

আমন্ত্রিতদের এক প্যাকেট সিগেরেটসহ ওসিবি’র রোলিং পেপার এবং অবশ্যই লাইটার (গ্যাস লাইট) সঙ্গে নিয়ে আসার কথা বলা হয়েছে।

এদিকে, ইভেন্টটি নিয়ে এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। অনেকেই বলছেন, পবিত্র রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত তারাবি নামাজকে কটুক্তি করতেই এমন ইভেন্ট খুলেছে ধর্মবিদ্বেষীরা। অনেকেই এ ব্যাপারে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এমএম/

 

Comments