আই অ্যাম ভেরি হ্যাপী : আদম তমিজী

প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৩

গ্রেফতারের পর রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে আলোচিত-সমালোচিত ব্যবসায়ী ও সাবেক আওয়ামী লীগ নেতা, হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজী হককে।

গ্রেফতারের পর শনিবার রাত ১০ টার দিকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

এসময় উপস্থিত সাংবাদিকদের সালাম দিয়ে তমিজী বলেন, ‘আমি ভালো আছি, আই অ্যাম ভেরি হ্যাপী, সম্মানের সহিত আমাকে নিয়ে আসা হয়েছে। আই অ্যাম ভেরি হ্যাপী গভারমেন্ট’।

এসময় ডিবিপ্রধান হারুন অর রশিদ জানান, সাইবার এক্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবির একটি টিম।

সম্প্রতি রাজনৈতিক বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন আদম তমিজী হক। লাইভে এসে তিনি সরকার ও দলের সমালোচনা করেন। লাইভে প্রধানমন্ত্রীকে নিয়েও আপত্তিকর বক্তব্য দিয়েছেন তমিজি।

দেশে ফেরার পর গত ১৬ নভেম্বর তার গুলশানের ১১১ নম্বর রোডের বাসায় অভিযান চালায় র‍্যাব। সেসময় আত্মহত্যার হুমকি দিয়ে গ্রেফতার এড়িয়েছিলেন আলোচিত সমালোচিত এই ব্যবসায়ী। র‌্যাব জানায়, তার পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে তাকে চিকিৎসা করানোর। পরবর্তীতে আদম তমিজী হককে শারীরিক ও মনোচিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু করে তার পরিবার।

/একুশনিউজ/এনএইচ/ইএস/

Comments