লোহাগড়ায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

লোহাগড়ায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩

নড়াইলের লোহাগাড়ায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছর বয়সী মো. সাগর মোল্লা আশিককে গ্রেফতার করেছে পুলিশ। ১২ নভেম্বর রবিবার সকালে লোহাগড়া উপজেলার সারোল বউবাজার মোড় থেকে তাকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ।

জানা যায়, গত ১০ নভেম্বর শুক্রবার সকালে ভিকটিমের মা বাড়িতে না থাকার সুযোগে বেলা ১২টার দিকে ডাব খাওয়ার কথা বলে ঘেরের পাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় সাগর। ভুক্তভুগী শিশু রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরলে পরিবারের লোকজন তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়

কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় শিশুটির বাবা লোহাগাড়া থানায় মামলা করেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments