যশোরে সড়কে ঝরলো শিশুসহ ৩ প্রাণ

যশোরে সড়কে ঝরলো শিশুসহ ৩ প্রাণ

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩

বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি
যশোরে সড়কে ঝরে গেলা এক শিশুসহ ৩ জনের প্রাণ। রোববার আলাদা স্থানে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। তারা হলেন. সদর উপজেলা রুপদিয়া গ্রামের সুমন হোসেনের ছেলে ইয়াসিন আলী (২), ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের খোকন হোসেনের স্ত্রী সখিনা বেগম (৩৯) ও চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে কামাল হোসেন (৩২)।
মৃত ইয়াসিনের চাচা মিকাইল হোসেন জানান, রোবাবর সকাল ৮ টার দিকে বাড়ির সামনে খেলা করছিলো ইয়াসিন। খেলতে খেলতে সে রাস্তার ওপর চলে যায়। এসময় একটি মোটরসাইকেল ওই শিশুকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। এদিন দুপুর ১২ টার দিকে ঝিকরগাছা ট্রাক টার্মিনাল এলাকার রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন গৃহবধূ সখিনা বেগম। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪ টার দিকে তিনি মারা যান। এর আগে বেলা ১১ টার দিকে খড়িঞ্চা গ্রামের কামাল হোসেন মাঠ থেকে গরুর গাড়িতে করে ধান বাড়ি আনছিলো। অসাবধানবশত তিনি গরুর গাড়ি থেকে নিচে পড়ে মাথায় আঘাত পান। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক খুলনায় রেফার্ড করেন। সেখানে নেয়ার পথিমধ্যে তারা যান কামাল হোসেন।

Comments