ঢাকা দক্ষিণ সিটির ১১ নং ওয়ার্ডের উপনির্বাচনে জিতলেন নূরের নবী রাজু

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৪

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ১১নং ওয়ার্ডের উপনির্বাচনে ‘রেডিও’ প্রতিকে বড় ব্যবধানে জয়লাভ করেছেন কাউন্সিলর প্রাথী নূরের নবী ভূইয়া রাজু।

রাজুর প্রাপ্ত ভোট তিন হাজার ৩৯৬। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দী প্রাথী মো. হামিদুল হক পেয়েছেন ১ হাজার ২৩৭ ভোট।

এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য ছয় প্রার্থীদের মধ্যে ঠেলাগাড়ি প্রতিকে মো. আব্দুল লতিফ পেয়েছেন ১ হাজার ১১০ ভোট, লাটিম প্রতিকে মেহেদী হাসান পায়েল পেয়েছেন ২০৮ ভোট, এয়ারকন্ডিশনা প্রতিকে জায়েদুজ্জামান পেয়েছেন ১১৪ ভোট। এছাড়া ঝুড়ি প্রতিকে মো. খালেদ পেয়েছেন ১০৩ ভোট এবং ট্রাক্টর প্রতিকে সরকার ফেরদৌস আলম পেয়েছেন ৮৯ ভোট।

এদিন সকাল ৮টায় এই ওয়ার্ডের ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। যা শেষ হয় বিকাল ৪ টায়।

এই ওয়ার্ডের কাউন্সিলর মির্জা আসলাম আসিফ গত ১৯ আগস্ট ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর কাউন্সিলরের শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

Comments