ভোটে ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৮

আজিজ আজহার, মিরসরাই চট্টগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। ভোটের আগে ফাঁকা হয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।

ব্যস্ততম ঢাকা-চট্টগ্রামের মিরসরাই মহাসড়কে দু’একটি দূরপাল্লার বাস দেখা গেলেও দেখা যায়নি কোন ভারী যান।

শনিবার (২৯ ডিসেম্বর) উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেখা যায় স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় উল্টো চিত্র।

স্থানীয় যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ঘন্টায় ২-১টি লেগুনা, সিএনজি, ব্যাটারীচালিত রিক্সা ছাড়া দেখা যায়নি কোন যানবাহন। যার পরিপ্রেক্ষিতে যাত্রীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে।

খৈয়াছরা ইউনিয়নের বাসিন্দা মো. শাহী জানান, মা ও ছোট বোনকে নিয়ে সামাজিক অনুষ্ঠানে বড়তাকিয়া থেকে মিরসরাই যাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে এক ঘন্টারও বেশি সময়। এতসময় অপেক্ষা করার পরও লেগুনা গাড়ির দেখা পেলাম তাতেও মানুষের ভিড়।

এছাড়াও শাহীর মত আরও অনেক যাত্রী দীর্ঘক্ষণ দাড়িয়ে থেকে গাড়িশূণ্যতায় পায়ে হেটে গন্তব্যেস্থলে যাচ্ছে। তাছাড়া এসময় দেখা যায় রাস্তা ফাঁকা থাকায় ঝুঁকি নিয়ে বেশির ভাগ মানুষ ফুটওভারব্রীজ ছেড়ে রাস্তা পার হচ্ছে মহাসড়কের ডিভাইডার টপকে।

/এসএস

Comments