নির্বাচনের নামে ভোট ডাকাতি হয়েছে: ফয়জুল করীম

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: নির্বাচনের নামে প্রশাসনের সহায়তায় ভোট ডাকাতি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর বরিশাল-৫ আসনের প্রার্থী মুফতি সৈয়দে ফয়জুল করীম।

রোববার দুপুরে বরিশালে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন মুফতি সৈয়দ ফয়জুল করীম।

ফয়জুল করীম বলেন, এটাকে নির্বাচন বলা যায় না। নির্বাচনের নামে ডাকাতি হয়েছে। আমরা জনগণকে নিয়ে ভোট ডাকাতির চেষ্টা করেছি। কিন্তু প্রশাসন ভোট ডাকাতদের সহযোগিতা করেছে।

তিনি আরো বলেন, দলীয় সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না আজকের নির্বাচন এটাই প্রমাণ করে।

দুর্বৃত্তদের হামলায় আহত কর্মীদের দেখতে শেবাচিমে যান ফয়জুল করীম

তিনি আক্ষেপ করে বলেন, এটা নির্বাচন নয় এটা প্রহসন। এই নির্বাচন না দিয়ে বলে দিলেই হতো এই সরকার আরো ৫ বছর ক্ষমতায় থাকবে। তাহলে দেশের শত শত কোটি টাকা অপচয় নষ্ট হতো না। দেশের জনগণ ভোগান্তিতে পড়তো না। ভোট ডাকাতির সহিংসতায় ভোটারদের প্রাণ দিতে হতো না।

প্রতিপক্ষের হামলায় বরিশাল শেরে বাংলা মেডিকেলে হাতপাখার কর্মীরা ভর্তি জানিয়ে ফয়জুল করীম বলেন, এখানে আমাদের মহিলা কর্মী সহ ১২ জন কর্মীক মারাত্মকভাবে আহত করা হয়েছে।

এই নির্বাচনকে পৃথিবীর মধ্যে নিকৃষ্টতম ভোট ডাকাতির উৎসব বলেও তিনি মন্তব্য করেন।

আরো পড়ুন… সিলমারা ব্যালট নিয়ে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

বরিশালে হাতপাখার এজেন্ট ও কর্মীদের ওপর হামলা; আহত ৯

/এসএস

Comments