যশোর-৪ : ঋণখেলাপির দায়ে নৌকা প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৩

বিল্লাল হোসেন, যশোর : যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার মাঝি এনামুল হক বাবুলের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঋণখেলাপি কারণে ১৩ ডিসেম্বর ( বুধবার) তার প্রার্থীতা বাতিলের ঘোষণা করা হয়। ফলে নির্বাচনী বৈধতা হারালেন আওয়ামী লীগের মনোনীত এই প্রার্থী । তার বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের হয় নির্বাচন কমিশনে।

সূত্র জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পান অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এনামুল হক বাবুল। একই আসন থেকে দলীয় মনোনয়ন বঞ্চিত বর্তমান সংসদ সদস্য রনজিত কুমার রায় তার মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে প্রথম আপিল করেন।

ঋনখেলাপির অভিযোগে এনামুল হক বাবুলের বিরুদ্ধে দ্বিতীয় আপিল করেন সুকৃতি কুমার মন্ডল।

অভিযোগ যাচাই-বাছাইয়ে সত্যতা পাওয়ায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা নৌকার মাঝি এনামুল হক বাবুলের প্রার্থীতা বাতিল ঘোষণার রায় দেন।

Comments