৪৪২ রানের লিড বাংলাদেশের; মাহমুদুল্লাহর সেঞ্চুরি

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৮

মারুফ মুনির, একুশ প্রতিবেদক: জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে জিম্বাবুয়েকে ফলোঅনে না ফেলে ব্যাট করতে নামে টাইগাররা।

ব্যা করতে নেমে শুরুতে হোঁচট খেলেও শেষ পর্যন্ত মিঠুন-মাহমুদুল্লাহর দৃড়তায় ৪৪২ রানের লিড নেয় বাংলাদেশ।

প্রথম ইনিংসে ৫২২ রানের জবাবে গতকাল তৃতীয় দিনে ৩০৪ রানে অলেউট হয়ে ফলোঅনে পড়ে জিম্বাবুয়ে।

চতুর্থ দিনে জিম্বাবুয়েকে ফলোঅনে ব্যাটিংয়ে না পাঠিয়ে নিজের ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক ও মুশফিকুর রহিম উইকেট হারিয়ে শুরুতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

পঞ্চম উইকেট জুটিতে মিটুন-মাহমুদুল্লাহর জুটিতে বিপর্যয় কাটিয়ে বড় সংগ্রহের লিড পায় বাংলাদেশ।

১১০ বলে ৬৭ রান করে মিঠুন আউট হলেও মাহমুদুল্লাহ অপরাজিত থাকেন ১০১ রানে। মাহমুদুল্লাহর সাথে সপ্তম উইকেটে মিরাজ করেন ২৭ রান।

সব মিলিয়ে ৬ উইকেট হারিয়ে ২২৪ রান করে বাংলাদেশ। এতে করে জিম্বাবুয়ের বিপক্ষে লিড হয় ৪৪২।

৪৪৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেছে জিম্বাবুয়ে।

Comments