নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৮

ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বুধবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

দুপুরে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ রাস্তা খালি করতে চাইলে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

কাথা কাটাকাটির এক পর্যায়ে দুপুর ১টা ২০ মিনিটের দিকে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থানরত পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেন তারা। এসময় তারা পুলিশের অন্য আরেকটি গাড়িতে ব্যাপক ভাঙচুর করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল, রাবার বুলেট ও শটগানের ফাঁকা গুলি ছুঁড়ছে পুলিশ। এদিকে, বিএনপির নেতাকর্মীরা পুলিশের গাড়িসহ প্রায় ১০টি গাড়ি ভাঙচুর করেছে।

এতে করে নয়াপল্টনে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রণক্ষেত্রে পরিণত হয়েছে গোটা নয়াপল্টন এলাকা।

আপাতত নয়াপল্টনে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ইটপাটকেল নিক্ষেপ করছে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

পুলিশের গাড়িসহ অন্যান্য গাড়ি ভাঙচুরের সময় গাড়ির উপরে উঠে উল্লাস করতে দেখা যায় নেতাকর্মীদের।

/আরএ

Comments