লিটনের সেঞ্চুরিতেও বিপর্যস্ত বাংলাদেশ; ২২২ রানে অল আউট

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৮

মারুফ মুনির: তামিম বিহীন বাংলাদেশের ওপনিংয়ে নিজ দায়িত্বটা আজকে কাফফারা সহ আদায় করেছেন লিটন দাস। মেহেদি হাসান মিরাজকে নিয়ে ১২৯ রানের ওপেনিং জুটি গড়ে দলকে এনে দিয়েছিলেন শুভ সূচনা। খেলেছেন ১১৭ বলে ১২১ রানের দূর্দান্ত ইনিংস। ক্যারিয়ার প্রথম সেঞ্চুরিও এটা।

কিন্তু লিটনের দিনে অন্য সব ব্যাটসম্যানরা যেন রান না করে আসা যাওয়ার মিছিল করার প্রতিজ্ঞা করেই মাঠে নেমেছেন।  ইমরুল, মুশফিক, মিঠুন, মাহমুদ উল্লাহ’র স্কোর ২,৫,২,৪ রানই বলে দেয় ব্যাটিংয়ে বাংলাদেশ দলের আজকের করুণ অবস্থা।

ওপেনিং থেকে সরে এসে মেহেদি হাসান মিরাজের জায়গায় নেমে সৌম্য সরকার শেষের দিকে কিছুটা চেষ্টা করেছে বিপর্যয় সামলানোর চেষ্টা করেন। ৪৫ বলে ৩৩ করে যখন সৌম্য আউট হন দলের স্কোর তখন ৯ উইকেটে ২২২ রান। শেষ পর্যন্ত ২২২ রানেই অলআউট হয় বাংলাদেশ।

/এমএম

Comments