ভেদাভেদ ভুলে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে: এমপি জিল্লুল হাকিম

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮

অনিক সিকদার,বালিয়াকান্দি (রাজবাড়ী): সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। আর এ জন্য তৃণমুল নেতাকর্মীদের সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক বিদ্রোহী প্রার্থী ছিল তারা হয়তো জয়লাভ করেছে অথবা পরাজিত হয়েছে। সবাইকে বঙ্গবন্ধু কন্যার জন্য একসাথে কাজ করতে হবে।

দল আমাকে মনোনয়ন দিয়েছে। এখন আমার জন্য নয় নৌকাকে বিজয়ী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় রাজবাড়ী-২ আসনের নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি জিল্লুল হাকিম এসব কথা বলেন।

তিনি বলেন জয়ের কোন বিকল্প নেই। এই জয় পেতে সবাইকে নিয়ে কাজ করলে ভালো ফলাফল সম্ভব।

তিনি বলেন বিদ্রোহীরা নৌকার লোক এবং আমরা যদি মিলে মিশে কাজ করি তবে আশি শতাংশ ভোট আমাদের হবে।

কর্মিরা ভালোভাবে কাজ করলে প্রত্যেক ইউনিয়নেই নৌকা প্রতিক জয়ী হবে। ভোটারদের বাড়ীতে বাড়ীতে গিয়ে শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা বলতে হবে।

পঞ্চম বারের মতো মনোনয়ন পাওয়ায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি প্রত্যেক ইউনিয়নে উঠান বৈঠক সহ তৃনমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য আজ থেকেই কাজ করার আহবান জানান।

গতকাল বুধবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এলাহী কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ হান্নান মোল্যার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সামছুল আলম সূফির পরিচালনায় এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল মোরর্শেদ আরুজ, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ সাত্তার খান, নায়েব আলী শেখ, ভানু সোম, যুগ্ন সাধারন সম্পাদক একেএম ফরিদ হোসেন বাবু, এহসানুল হাকিম সাধন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, সনজিদ রায়, শ্রমিক লীগের সভাপতি মোঃ ইদ্রিস আলী ফকির, সাধারন সম্পাদক আবু তারেক বাবলু, যুবলীগের যুগ্ন আহবায়ক শফিকুর রহমান তুহিন, ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমান আনিছ, সাধারন সম্পাদক সোহেল মাহামুদ মন্টুসহ উপজেলার ৭ ইউনিয়নের আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

/আরএ

Comments