মিয়ানমারে আটক ১৭ বাংলাদেশি ফেরত, বন্দী আরও ৫০

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮

কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমারে অবৈধ প্রবেশের অভিযোগে আটক ১৭ বাংলাদেশি কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করে দেশে ফিরেছেন।

মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের একটি প্রতিনিধি দল ওই ১৭ জনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কয়েকজন কর্মকর্তা ও প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করেন। তারা সবাই সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার সময় আটক হয়েছিলেন। দেশটির কারাগারে আরও ৫০ জন বন্দী রয়েছেন বলে জানা গেছে।

টেকনাফে বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী জানান, বুধবার দুপুরে মিয়ানমারের মংডুতে ১ নম্বর এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে তাদের ফেরত পাঠানো হয়।

ফেরতা আসা বাংলাদেশিদের মধ্যে আছেন চট্টগ্রামের বাঁশখালীর দুইজন, সাতকানিয়ার একজন, কক্সবাজারের টেকনাফের ১০ জন, রামুর একজন, কক্সবাজার সদরের একজন ও খাগড়াছড়ির মানিকছড়ির দুইজন।

ফেরত আসা সবাইকে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য টেকনাফ থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা আছাদুদ জামান।

/সিএইচ

Comments