অবশেষে সিঙ্গাপুরে যাচ্ছেন এরশাদ

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৮

একুশ নিউজ: অবশেষে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ সোমবার (১০ ডিসেম্বর) রাত ১০.৪৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি।

এসময় এরশাদের সঙ্গে যাবেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু। বিষয়টি নিশ্চিত করেছেন এরশাদের একান্ত সচিব ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর অব. খালেদ আখতার।

সম্প্রতি এরশাদ দাবি করেন, তাকে চিকিৎসা করতে দেয়া হচ্ছে না। বিদেশে যাবেন চিকিৎসা করতে তাও যেতে দেয়া হচ্ছে না।

এদিকে  জাতীয় পার্টির নতুন মহাসচিব মশিউর রহমান রাঙ্গা দাবি করেন, এরশাদ শতভাগ সুস্থ আছেন। তবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষর জন্য বিদেশে যাওয়ার দরকার।

উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর হঠাৎ করে সিএমএইচ হাসপাতালে ভর্তি হন এরশাদ। এরপর থেকে কার্যত গণমাধ্যম থেকে দূরে রয়েছেন তিনি।

এরইমধ্যে হাসপাতালে থেকেই এরশাদের স্বাক্ষরিত নির্দেশনায় দলীর মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে মহাসচিব করা হয় মশিউন রহমান রাঙ্গাকে। এ নিয়ে দলের ভেতরে ও বাইরে চলছে কানাঘুষা।

/আরএ

Comments