নির্বাচনী প্রতিক বরাদ্ধ; ধানের শীষ ও হাতপাখা ২৯৮, নৌকা ২৭২

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৮

শাহনূর শাহীন:

প্রতিক বরাদ্ধের মাধ্যমে শুরু হয়ে গেলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের লড়াই। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ নিতে যাচ্ছে।

প্রত্যেক দলের আলাদা আলাদ প্রতিক থাকলেও নিজস্ব প্রতিকে নির্বাচন করবে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টিসহ ৭টি দল।

আওয়ামী মহাজোট-নৌকা

মহাজোটে থাকা জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দেয়া ২৯ আসন ছাড়াও দলীয় প্রতিকেই আরো প্রায় দেড়শো আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি।

আওয়ামী জোটে নতুনে যোগ দেয়া বিকল্পধারা নৌকা প্রতিকে নির্বাচন করলেও বিকল্পধারার কুলা প্রতিকে নির্বাচনে অংশ নিবে বিকল্পধারা নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট এবং বিকল্পধারার আরো ২০ প্রার্থী।

আওয়ামী লীগের আরেক মিত্র আনোয়ার হোসেন মঞ্জুর জেপির দু’জন প্রার্থী বাইসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়া সবাই নৌকায় ভোট করবে।

সব মিলিয়ে জাপার ২৯ আর জেপির ৩ বাদে নৌকা প্রতিকে মহাজোটের ২৬৯ প্রার্থী। তবে ইসিতে দেয়া আওয়ামী লীগের তালিকা অনুযায়ী জাতীয় পার্টির জন্য ২৬ আসন রেখে ২৭২ আসনের নৌকার প্রার্থী দেয়া হয়েছে।

এর মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ২৫৮ জন। এছাড়া ওয়ার্কার্স পার্টির ৫, জাসদের ৩, তরিকত ফেডারেশনের ২, বাংলাদেশ জাসদের ১ ও বিকল্পধারার ৩ জন নৌকা প্রতীকে ভোট করবেন।

বিএনপি জোট-ফ্রন্ট-ধানের শীষ

বিএনপি জোট ও ফ্রন্টে প্রতিক নিয়ে তেমন জামেলা নেই। ইসিতে দেয়া তালিকা অনুযায়ী ২৯৮ আসনে ধানের প্রতিকে লড়বে বিএনপি ও শরীকরা।

এছাড়া একটি আসনে এলডিপি চেয়ারম্যান কর্ণেল অলি আহমেদ চট্টগ্রাম-১৪ থেকে দলীয় ছাতা প্রতিকে লড়বেন।

কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থী হামিসদুর রহমান আযাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিন্ন প্রতিকে লড়বেন।

জামায়াতের ২১ ছাড়া জোটের ১৮ ও ফ্রন্টের ১৯ এবং বিএনপির দলীয় প্রার্থী ২৪২ জন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা

ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক জোট-মহাজোটের বাইরে এসে এককভাবে তিনশো আসনে নির্বাচনের ঘোষণা দিয়ে এবারের নির্বাচনে সবচে বড় চমক সৃষ্টি করেছে।

নির্বাচনে কমিশনের প্রাথমিক বাছাইয়ে দলটির ১৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। পরবর্তীতে আপিলে ১৭ জনের মনোনয়ন বৈধতা পেলেও ২টি আসনে মনোনয়ন বাতিল হয়ে যায়।

সব মিলিয়ে ২৯৮ আসনে হাতপাখা প্রতিকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছে চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করীম নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সিপিবি-কাস্তে

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সহ আট দলের ‘বাম গণতান্ত্রিক জোট’ সিপিবির দলীয় কাস্তে প্রতিকে লড়বে ৭৪ আসনে।

স্বতন্ত্র

এছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী লড়াইয়ে অংশ নিবে এসব প্রতিক নিয়ে- একতারা, কুড়াল, ট্রাক, তরমুজ, নোঙ্গর, বেঞ্চ, মাথাল, সিংহ, কলার ছড়ি, খাট, ডাব, দাবাবোর্ড, আপেল, কুমির, ঘণ্টা, তবলা, দালান, বাঁশি, মোটরগাড়ি (কার), শামুক, ফুলকপি, বেলুন, রকেট ও সুটকেস।

/আরএ

Comments