ধানের ন্যায্য মূল্য ও পীযুষকে গ্রেফতারের দাবীতে শ্রমিক আন্দোলনের মানববন্ধন

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, মে ২৬, ২০১৯

জাবেদ হোসাইন মামুন: ইসলামী শ্রমিক আন্দোলন ফেনী জেলার উদ্যোগে “কৃষকের ধানের ন্যায্য মূল্য নির্ধারণ, ঈদের আগে শ্রমিকের বেতন বোনাস পরিশোধ ও পিযুষ বন্দোপাধ্যায় কে গ্রেফতারের দাবিতে ফেনী শহীদ মিনার চত্বরে মানববন্ধন কর্মসূচী পালিতে হয়েছে।

এ মানববন্ধন অনুষ্ঠানে জেলা শ্রমিক আন্দোলন সভাপতি মাও. রফিকুল ইসলাম ভুঞার সভাপতিত্ব করেন।

মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সেক্রেটারি মাও.আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক আন্দোলনের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব একরামুল হক ভুঞা, শ্রমিক নেতা সানাউল্লাহ আশেকী।

এতে আরো উপস্থিত ছিলেন শ্রমিক নেতা নুরুল আমীন, ট্যাংক লরি শ্রমিক ফেড়ারেশন নেতা আবদুল হাই সুমন, যুব নেতা এইচ এম এনামুল হক, ইসলামী আন্দোলনের শহর সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম, সাবেক ছাত্র নেতা সালেহ উদ্দিন ও এইচ এম ইউছুফ মুন্সি প্রমুখ।

এএ/

Comments