পবিপ্রবি’র বাবুগঞ্জ ক্যাম্পাসে এ্যানিমেল হাজবেন্ড্রি ডে পালিত

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৯

রুবেল সরদার, বাবুগঞ্জ: প্রতিবছরের ন্যায় এবারও নানা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বাবুগঞ্জ ক্যাম্পাসে এ্যানিমেল হাজবেন্ড্রি ডে-২০১৯ পালিত হয়েছে।

এ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস’ এসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী ওই সপ্তম উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. মামুন অর রশিদ। উদ্বোধনের পরে নানা বাদ্যযন্ত্র, প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ছাড়াও উপজেলা পরিষদ চত্ত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সেমিনারে আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. ফয়সল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ডিন প্রফেসর ড. আব্দুল মতিন, সাবেক জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা একরামুল করিম চৌধুরী, পবিপ্রবির সহযোগী অধ্যাপক শাহবুবুল আলম খোকন, ড. স্বপন কুমার ফৌজদার, ড. ফকরুজ্জামান রবীন, ড. কাওসার নিয়াজ বিন সুফিয়ান, বাবুগঞ্জ শিক্ষা-সামাজিক উন্নয়ন বাস্তবায়ন পরিষদের আহবায়ক মফিজুর রহমান পিন্টু, সংগঠনের সদস্য সচিব প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, এ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস’ এসোসিয়েশনের ভিপি সুশংকর দে, জিএস মারুফ বিল্লাহ, সাবেক ভিপি আবিদ মাহমুদ, এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি কাইয়ুম হোসেন নিবিড়, সম্পাদক রাজু আহমেদ, ছাত্রলীগ সম্পাদক রাকিবুল ইসলাম, ছাত্রহলের সম্পাদক তখলিফুল মিয়াদ মুঈন, শিক্ষার্থী রুবাবা আলম, আশিকুজ্জামান আশিক প্রমুখ।

সেমিনারে গবাদি পশুপাখির প্রজনন বৃদ্ধিসহ দুধ-ডিমের উৎপাদন বাড়াতে উদ্ভাবিত বিভিন্ন উন্নত প্রযুক্তির প্রদর্শনী ছাড়াও কৃতি শিক্ষার্থী সানজিদা মুনমুন, আফসানা আক্তার, খাজিদা পারভীন ও প্রাক্তন শিক্ষার্থী রাজু আহমেদকে ক্রেস্ট প্রদান করা হয়।

সন্ধ্যায় পবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘বায়োস্কোপ’ দলের পরিবেশনায় বর্ণিল এক কালচারাল শো অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, পবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী এবং বাবুগঞ্জ শিক্ষা-সামাজিক উন্নয়ন বাস্তবায়ন পরিষদের দীর্ঘ ১৩ মাসের টানা আন্দোলনের ফসল হিসেবে বিগত ২০১২ সালের ১৪ মার্চ সুপ্রীম কোর্টের নির্দেশে বাবুগঞ্জ ক্যাম্পাসে এ্যানিমেল হাজবেন্ড্রি অনার্স ডিগ্রি চালু হয়। সর্বোচ্চ আদালতে রায় ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠিত সেই ঐতিহাসিক স্বীকৃতি লাভের দিন ১৪ মার্চকে প্রতিবছর এ্যানিমেল হাজবেন্ড্রি দিবস হিসেবে পালন করে আসছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

বিআইজে/

Comments