ইবিতে বিশ্ব সমাজকর্ম দিবস উদযাপনে র‌্যালি

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৯

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে ‘বিশ্ব সমাজকর্ম দিবস’ পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকালে ‘মানবিক সম্পর্কের গুরুত্ব তরান্বিত করুন’ এই শ্লোগানকে সামনে রেখে সমাজকর্ম বিভাগের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি েক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে বিভাগে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ হারুন-উর-রশিদ আসকারী, সমাজকর্ম বিভাগের সভাপতি ও প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোঃ আনিচুর রহমান, সমাজকর্ম বিভাগের শিক্ষক শ্যাম সুন্দর সরকার, মমতা মোস্তারী, আসমা সাদিয়া রুনা ও বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

উল্লেখ্য, ১৯ মার্চ বিশ্বব্যাপী ‘সমাজকর্ম দিবস’ হিসেবে পালন করা হয়।

/আরএ

Comments