ইবিতে র‍্যাগিংয়ের দায়ে ৫ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৯

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তিকৃত পাঁচজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, আদর বিশ্বাস, মাহফুজ আহমেদ নাবিল, মৃদুল পাল নিটল, তানজিলা পারভিন মিম, এস এম আবুল বাসার, কর্তৃক একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রী আরফিন তানজিদকে র‍্যাগিং করার কারণে বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশ মোতাবেক উল্লেখিত ৫ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

জীব বিজ্ঞান অনুষদের ডীনকে আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মণ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অধ্যাপক ড. মাহবুবর রহমান। তদন্ত কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।

এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, র‍্যাগিংয়ের ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, আর র‍্যাগিংয়ের নামে অশ্লীলতা ও ইভটিজিং এখানে কোনভাবেই বরদাস্ত করা হবেনা।

বিআইজে/

Comments