বাংলাদেশকে ৩৬০ রানের টার্গেট দিল ভারত

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, মে ২৮, ২০১৯

নিজস্ব প্রতিনিধি: দুর্বলভাবে শুরু করা ভারত শেষ পর্যন্ত রানের পাহাড় গড়লো। লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনির জোড়া সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫৯ রান করেছে তারা। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৩৬০ রান।

মঙ্গলবার ইংল্যান্ডের কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। দলের পক্ষে সেঞ্চুরি হাঁকান লোকেশ রাহুল (১০৮) ও মহেন্দ্র সিং ধোনি (১১৩)।

ভারতীয় দলকে শুরুতেই চেপে ধরেন মোস্তাফিজুর রহমান। দলীয় মাত্র ৫ রানেই ভারতীয় উদ্বোধনী জুটি ভাঙেন কাটার মাস্টার।

এরপর বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন অন্য ওপেনার রোহিত শর্মা। রোহিত ও বিরাট কোহলির মধ্যকার জুটি ভাঙা খুবই প্রয়োজন ছিল। ধীরে ধীরে উইকেটে সেট হয়ে আক্রমণাত্মক হচ্ছিলেন তারা। আর সেই মুহূর্তে রোহিত শর্মাকে বোল্ড করার মধ্য দিয়ে জুটির বিচ্ছেদ ঘটান রুবেল হোসেন। ১৪তম ওভারে বোলিংয়ে এসেই নিজের দ্বিতীয় বলে রোহিতের স্ট্যাম্প ভেঙে দেন।

সাজঘরে ফেরার আগে ৪২ বলে মাত্র ১৯ রান করার সুযোগ পান ভারতের বর্তমান সময়ের অন্যতম সেরা ওপেনার রোহিত। ৪৬ রান করা বিরাট কোহলিকে বোল্ড করে সাজঘরে পাঠান মোহাম্মদ সাইফউদ্দিন।

এমন বিপদের হাল ধরেন ধোনি ও রাহুল। দুইজনই দুর্দান্ত খেলে সেঞ্চুরি তুলে নেন।

এর আগে, ওয়েলসের কার্ডিফের সোফিয়া গার্ডেনস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টিতে সঠিক সময়ে নামা হয়নি দুই দলের। পরে বৃষ্টি থেমে গেলে ৯ মিনিট পর শুরু হয় ম্যাচটি। মোস্তাফিজের করা প্রথম ওভারের দুটি বল হতেই আবারো বৃষ্টি শুরু হয়। বিনা উইকেটে ৪ রান তোলে ভারত। পরে দুই দলই মাঠ থেকে উঠে যায়।

এর আগে পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হয়েছিল, তাই তো ভারতের বিপক্ষেই নিজেদের ঝালিয়ে নেওয়ার একমাত্র সুযোগ পাচ্ছে টাইগাররা। আদতে প্রস্তুতি ম্যাচ হলেও একে অপরকে ছাড় দিতে নারাজ দু’দলই। ভৌগলিক অবস্থান পাশাপাশি হওয়ায় দুদেশের দ্বৈরথটা বেড়ে যায় সব সময়। হোক সেটা প্রস্তুতি ম্যাচ কিংবা বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ।

প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরেছে ভারত। প্রথম ম্যাচে ভারত ৩৯.২ ওভারে গুটিয়ে যায় ১৭৯ রানে। জবাবে নিউজিল্যান্ড ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। তার ওপর চোট শঙ্কাও রয়েছে বিরাট কোহলির দলে। কাঁধের চোটে ভুগছেন কেদার যাদব। দলে ফিরেছেন বিজয় শঙ্কর

বাংলাদেশ: মাশরাফি মোর্তাজা (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেট কিপার), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, রুবেল হোসেন, মুহম্মদ মিঠুন, সাব্বির রহমান, সৌম্য সরকার, আবু জায়েদ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহদি হাসান, মহম্মদ সইফুদ্দিন।

ভারত: বিরাট কোহিল (অধিনায়ক), এমএস ধোনি (উইকেট কিপার), রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা, শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, ম‍ুহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, লোকেশ রাহুল, যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্যে, কেদার যাদব, বিজয় শঙ্কর।

এমএম/

Comments