হামাস-ফিলিস্তিন

আমেরিকার পথে পথে ফিলিস্তিনের পতাকা

প্রকাশিত: ৩:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২৩
আমেরিকায় ফিলিস্তিনিদের বিক্ষোভ।

শাহনূর শাহীন

পৃথিবীর নজর এখন মধ্যপ্রাচ্যের ভূমধ্যসাগরপাড়ের অংশে। আরবের বিষফোঁরা অবৈধ ইসরাইল রাষ্ট্রের দম্ভ্য চূর্ণ হওয়ার অপেক্ষায় পৃথিবীর শান্তিকামী মানুষ।

যুগের পর যুগ ফিলিস্তিনের ভূমি দখল করে বিষফোঁড়া হয়ে ইহুদি রাষ্ট্র কায়েম করেছে ইসরাইল। অন্যদিকে নিজ দেশে পরাধীন জীবনের লাঞ্চনা বয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা।

‘বারবার মরার চেয়ে একবার মরা ভালো’ যেন এমন মন্ত্রে উদ্দিপ্ত হয়ে মূহুর্মূহু রকেট হামলায় ফিলিস্তিনের যোদ্ধা দল হামাস কাপিয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরাইল রাষ্ট্রের ভেতর বাহির। দেশ ছেড়ে পালানোর লাইন ধরেছে লাখো ইসরাইলি।

মিত্রদেশের এমন করুণ অবস্থায় পাশে দাঁড়িয়েছে মানবতার কথিত ফেরিওয়ালা গায়ক মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে মানবতার কথা বলে বেড়ালেও ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে যেন মার্কিনিরা ভণ্ডামি ছাড়া আর কিছুই দেখাতে পারে না।

তবে বাইডেন প্রশাসন মিত্র ইসরাইলের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেও বিশ্বব্যাপী উঠেছে নিন্দার ঝড়। বাইডেন প্রশাসনের বর্বর সিদ্ধান্ত ও নির্লজ্জভাবে ইসরাইলকে সমর্থনে প্রতিবাদে হোয়াইট হাউসের সামনেই বিক্ষোভে সরব হয়েছে সংগ্রামী ফিলিস্তিনি নাগরিকরা। প্রিয় মাতৃভূমির পতাকা বুকে জড়িয়ে রাস্তায় বেরিয়েছে শত শত ফিলিস্তিনি।

বাইডেন প্রশাসনের অসম নীতির বিরুদ্ধে শুধু স্লোগানই নয়, অভিনব প্রতিবাদও জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা। সংগ্রামীদের হাত ধরে যুক্তরাষ্ট্রের পথে পথে উড়েছে ফিলিস্তিনের পতাকা। এমনকি মার্কিন পতাকার পাশেই উজ্জ্বল হয়ে উঠেছে ফিলিস্তিনের পতাকা।

হোয়াইট হাউস, নিউইয়র্কের টাইমস স্কয়ারসহ দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এমন অভিনব প্রতিবাদে অংশগ্রহণ করে ইসরাইলের প্রধান মিত্র দেশটিতে বসবাসরত শত শত ফিলিস্তিনি। হাতে হাতে প্ল্যাকার্ড আর পতাকা, সেই সঙ্গে মুখে প্রতিবাদী স্লোগান।

রাজু ভাস্কর্যের পাদদেশে ফিলিস্তিন সংহতি সমাবেশ

Comments