প্রকাশ্যে মাছ-মাংস ও ডিম বিক্রিতে নিষেধাজ্ঞা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৩ দায়িত্ব গ্রহণের পরপরই দিলেন অদ্ভুত ঘোষণা। নিষিদ্ধ করা হয়েছে প্রকাশ্যে মাংস ও ডিম বিক্রি। এমনকি বিক্রি করা যাবে না মাছও। এর পেছনে যুক্তি দেয়া হয়েছে খাদ্য সুরক্ষার। এমন কাণ্ড ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই এই ঘোষণা দিলেন মোহন যাদব। বুধবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মোহন যাদব। মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের পরই প্রথম ক্যাবিনেট বৈঠকে বসেন তিনি। তারপরই নিলেন এই সিদ্ধান্ত। to find reputable dealers of replica watches. মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে মাংস ও ডিম বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। প্রকাশ্যে ডিম ও মাংস বিক্রি করা যাবে না। এই নিষেধাজ্ঞার পিছনে মুখ্যমন্ত্রীর যুক্তি, খাদ্য সুরক্ষার নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও প্রথমে জনগণের মধ্যে সচেতনতার প্রচার চালানো হবে এই পদক্ষেপ নিয়ে। তারপরই রাজ্য সরকারের সিদ্ধান্ত কার্যকর করা হবে। খাদ্য দপ্তর এই প্রচার চালাবে। আজকাল ইন্ডিয়ার খবরে বলা হয়, আপাতত পুলিশ ও স্থানীয় প্রশাসন ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর অবধি প্রকাশ্যে মাছ–মাংস বিক্রির উপরে নিষেধাজ্ঞা কার্যকর করার দায়িত্বে থাকবে। অযোধ্যার পুণ্যযাত্রীদের স্বাগত জানানোর জন্যও বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রাজ্যে ধর্মীয় ও পাবলিক স্পেসে মাইক বাজানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া তেন্দু পাতা যারা তোলেন, তাদের প্রতি ব্যাগ পিছু ৪ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Comments SHARES আন্তর্জাতিক বিষয়: