ভৈরবে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৯

ভৈরব প্রতিনিধি: ভৈরবে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মহরম আলী নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। নিহত মহরম আলী পৌর শহরের কালিপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে। সে একজন চিহ্নিত ডাকাত সর্দার।

এছাড়া বন্দুকযুদ্ধে উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমসহ পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন বলে জানা যায়। আহত পুলিশ সদস্যদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১.৩০ টার দিকে গোপন তথ্যে পুলিশ জানতে পারে শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

খবর পেয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনা স্থলে উপস্থিত হয়। এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ শুরু করে।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা পিছু হটে। পরে পুলিশ সদস্যরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে তল্লাশিকালে বুকে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত এক ব্যক্তিকে উদ্ধার করে।

পরে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে নিহত ব্যক্তি এলাকার কুখ্যাত ডাকাত সর্দার মহরম আলী।

ঘটনার সময় ঘটনাস্থল থেকে একটি এলজি (লোকাল গান) অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি , দুটি রাম দা, ২৫ বোতল ফেনসিডিল ও একশ’ পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত মহরম আলী পৌর এলাকার কালিপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে ভৈরবসহ বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও মাদক আইনে অন্তত এক ডজন মামলা রয়েছে।

বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের ওপর হামলাসহ অস্ত্র ও মাদক আইনে তিনটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

/আরএ

Comments