আবাসন ব্যবসায় সুদিন ফিরেছে: ভূমিমন্ত্রী

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৯

চট্টগ্রাম প্রতিনিধি: ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘আবাসন ব্যবসা একটি চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছিল। বিশেষ করে সাত-আট বছর আগে। এখন সে কালো মেঘ অনেকটা কেটে গেছে, আবাসন ব্যবসায় এখন সুবাতাস বইছে, আবাসন ব্যবসায় এখন সুদিন বলে মনে করি। আমি এর ভবিষ্যৎ সুন্দর দেখতে পাচ্ছি ‘

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে চট্টগ্রাম মহানগরীর হোটেল রেডিসন ব্লু’র হল রুমে আবাসন মালিকদের প্রতিষ্ঠান রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আয়োজিত ৪ দিনের ‘রিহ্যাব ফেয়ার-২০১৯’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আবাসন ব্যবসা দেশের একটি গুরুত্বপূর্ণ সেক্টর। একসময় বিশ্বের সবচেয়ে ধনীরা ছিল আবাসন ব্যবসায়ী। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এ ব্যবসার শুরু বেশী দিন নয়। ‘বর্তমান জনবান্ধব সরকার দেশের উন্নয়নের মাধ্যমে জনগণের শিক্ষা চিকিৎসা ও বাসস্থানের জন্য কাজ করে যাচ্ছে। জনগণ এখন বুঝতে পারছে উন্নয়নের মূল শর্ত হচ্ছে একটি স্টেবল (ধারাবাহিক) সরকার।আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১০ বছর যেভাবে দেশের অবকাঠামোগত উন্নয়ন, মানুষের মৌলিক যে সমস্ত চাহিদা অন্ন বস্ত্র, শিক্ষা, স্বাস্থ, বাসস্থান এগুলো চিহ্নিত করতে সক্ষম হয়েছে। সে কারণে সরকারের প্রতি মানুষের আস্থা বেড়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের জাতিসংঘের এ্যামেনিচি গোল্ডে তথা মিলিনিয়াম ডেপালেফমেন্ট গোল্ড সেখানে বাংলাদেশ বেশ সফল হয়েছে। বাংলাদেশের রেফারেন্স বিশ্বের অন্যান্য উন্নত দেশে দেয়া হয়।’

আলোচনা পর্ব শেষে তিনি ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে ৪ দিনব্যাপী ‘রিহ্যাব ফেয়ার-২০১৯’ এর উদ্বোধন করেন।

বিআইজে/

Comments