কমলনগরে ভোক্তা অধিকার দিবস পালিত

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৯

মুহাম্মদ নোমান ছিদ্দীকী, লক্ষ্মীপুর: যথাযোগ্য মর্যাদায় লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০১৯ পালিত হয়েছে।

এবছর ভোক্তা অধিকার দিবসের প্রতিপ্রাদ্য বিষয় হল “নিরাপদ মানসম্মত পণ্য”স্লোগানের উপর বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার ইমতিয়াজ হোসেন,উপজেলা সাস্থ কর্মকর্তা রেজাউল করিম রাজিব,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএফএম আব্দুল ওয়াজেদ তালুকদার, কমলনগর থানার সাব ইন্সপেক্টর অনিমেষ চন্দ্র পাল ,হাজিরহাট উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লোকমান হোসেন,হাজিরহাট হামোদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসেন আল ফারুকী,উপজেলা মৎস কর্মকর্তা আবদুল কুদ্দুস,চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক দোলন,হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন,কমলনগর রিপোটার্স ক্লাবের সাংবাদিক মুহাম্মদ নোমান ছিদ্দীকী, সিরাজুল ইসলাম, এ.আই তারেক,আমজাদ হোসেন আমু,নুর হোসেন প্রমূখ।

এ সময় বক্তারা নকল ও ভেজাল পণ্য বন্ধ করতে উপজেলা নির্বাহি অফিসারের মোবাইল টিম পরিচালনা করতে আহবান জানানোো হয়,বক্তারা বলেন আজকে ফল, মাছ, পোশাক সহ নিত্যপ্রয়োজনীয় সকল পন্যের ন্যার্য মূল্য গ্রহন করতে ভোক্তাদের প্রতি আহবান জানানো হয়।

বিআইজে/

Comments