১৫ দিন ব্যাপী সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯

রেদওয়ানুল ফেরদৌস রনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার শুরু হয়েছে। বৃস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ১৫দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মীরসহ পৌর কাউন্সিলারবৃন্দ।

মেলা উপলক্ষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কের পুরো জায়গা জুড়ে থাকছে প্রায় ২০০টি মনোহরি পণ্যের স্টলসহ আশপাশের বিভিন্ন জায়গায় লৌহজাতদ্রব্য, বাঁশ ও বেতের দোকান, নার্সারী দোকান, শিল্পকলা একাডেমির সামনে নাগরদোলা ও রেলগাড়ি, নৌকা থাকবে।

Comments