সংসদে প্রতিনিধিত্বকারী দ‌ল নি‌য়ে ‌নির্বাচনকালীন সরকার গঠনসহ ১৮ দফা এরশাদের

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৮

একুশ ডেস্ক: সংসদে প্রতিনিধিত্বকারী সকল দ‌লের অংশগ্রহণে ‌নির্বাচনকালীন সরকার গঠনের দাবি সহ ১৮ দফা ইশতেহার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘সম্মিলিত জাতীয় জোট’র মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেন জোটের চেয়ারম্যান এরশাদ।

এরশাদ বলেন, আমরা স‌ম্মি‌লিত জাতীয় জো‌টের ব্যানা‌রে তিনশ আস‌নে নির্বাচন করবো। ত‌বে তা প‌রিবর্তন হ‌তে পা‌রে। এজন্য আমা‌দের প্রস্তুত থাক‌তে হ‌বে। নির্বাচনের প‌রি‌বেশ সৃ‌ষ্টি‌ কর‌তে হ‌বে। আমরা সুষ্ঠ নির্বাচন চাই।

বেলা পৌ‌নে ১১টায় প‌বিত্র কোরআন তেলাওয়া‌তের মধ্য‌দি‌য়ে আনুষ্ঠা‌নিকভা‌বে শুরু হ‌য় মহাসমা‌বেশ। জো‌টের চেয়ারম্যান হু‌সেইন মুহম্মদ এরশাদ ছাড়াও মহাসমা‌বে‌শে বক্তব্য রা‌খেন জাপার কো চেয়ারম্যান রওশন এরশাদ, জিএম কা‌দের, মহাস‌চিব এ‌বি এম রুহুল আ‌মিন হাওলাদার এম‌পি, ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, প্রে‌সি‌ডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এম‌পি, সালমা ইসলাম এম‌পি, এসএম ফয়সল চিশতী, ফখরুল ইমাম এম‌পি, আল্লাম আবু সু‌ফিয়ান কা‌দে‌রি প্রমুখ।

এছাড়াও জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ প্রেসিডিয়াম সদস্যরা এবং জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় ইসলামী মহাজোটের নেতারাও মঞ্চে উপস্থিত ছিলেন।

/আরএ

Comments