ময়মনসিংহের ভালুকায় ভবনে বিস্ফোরণে দগ্ধ কাউকেই বাঁচানো গেল না

প্রকাশিত: ৫:৩০ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০১৮

ময়মনসিংহের ভালুকায় ভবনে বিস্ফোরণে দগ্ধ কাউকেই বাঁচানো গেল না। অবশেষে শুক্রবার সকাল নয়টার দিকে দীপ্ত সরকারকেও মৃত ঘোষণা করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক। ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নিহতরা হলেন—  তৌহিদুল ইসলাম, শাহিন মিয়া, হাফিজুর রহমান ও দিপ্ত সরকার। তারা সবাই খুলনা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের বস্ত্র প্রকৌশল বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। ভালুকায় স্কয়ার ফ্যাশনে এরা শিক্ষানবীশ ছিলেন।
গত শনিবার রাতে ভালুকার মাস্টার বাড়ি এলাকার একটি ছয়তলা ভবনের তিনতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে এ ঘটনায় দগ্ধ তিনজনকে রবিবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে বুধবার মারা যান দগ্ধ শাহীন। বৃহস্পতিবার মারা যান হাফিজুর রহমানও (২৪)।

Comments