সহিংসতার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০১৮

জাল ভোট, ব্যালট পেপার ছিনতাই ও গোলাগুলির মধ্যে বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদ (ইউপি) সাধারণ, বিভিন্ন পদে উপনির্বাচন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন, পৌরসভা সাধারণ ও বিভিন্ন পদে উপনির্বাচন এবং খুলনা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ১টি করে সাধারণ ওয়ার্ডের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার অবস্থা ছিল। তবে ব্যাপক সহিংসতার মধ্যেও বিএনপির অনেক স্হানে প্রার্থী বিজয়ী হয়েছেন।

এই নির্বাচনে দিনব্যাপী দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি জায়গায় জাল ভোট প্রদান, ব্যালট বাক্স ও পেপার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন ভোট কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন ও এজেন্টদের মারধর করে বের করে দেয়ার অভিযোগ রয়েছে বিস্তর। এছাড়া নির্বাচনী সহিংসতায় টাঙ্গাইলে একজন নিহত হয়েছেন।

বিচ্ছিন্ন ঘটনার মধ্যে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এরপর ভোট গণনা চলে। ভোট গণনার সময় বিভিন্ন স্থানে উত্তেজনা ও মারামারির খবর পাওয়া গিয়েছে।

Comments