মেসি বিহীন আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাস্ত করলো ব্রাজিল

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৮

স্পোর্টস ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মঙ্গলবার রাতে আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে ছিল ব্রাজিল। প্রথম সুযোগটি অবশ্য পেয়েছিল আর্জেন্টিনা। ডি-বক্সের ঠিক বাইরে থেকে পিএসজি থেকে রিয়াল বেতিসে ধারে খেলা মিডফিল্ডার জিওভানি লো সেলসোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

বিরতির আগে ডি-বক্সের ঠিক বাইরে পাবলো সারাবিয়ার হাতে বল লাগলে বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পায় ব্রাজিল। কিন্তু দেয়ালে মেরে বসেন নেইমার।

দ্বিতীয়ার্ধের শুরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলের ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার দানিলো। কিছুক্ষণ পর কয়েক মিনিটের মধ্যে নেইমার সহ ব্রাজিলের দুই ও আর্জেন্টিনার তিন খেলোয়াড় হলুদ কার্ড দেখেন।

৭০তম মিনিটে নেইমারের ফ্রি-কিকে অরক্ষিত আর্থার মেলোর ভলি ঠেকিয়ে দেন সার্জিও রোমেরো। সাত মিনিট পর বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের আরেকটি ফ্রি-কিক রক্ষণ দেয়ালে আটকে যায়।

৮৪তম মিনিটে কাসেমিরোর ফ্রি-কিক এক জনের গায়ে লেগে জালে ঢুকতে যাচ্ছিল। একটুর জন্য বেঁচে যায় আর্জেন্টিনা।

যোগ করা অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে রিশার্লিসনের শট ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালে পাঠিয়ে দিচ্ছিলেন ওতামেন্দি। এবারও অল্পের জন্য বেঁচে যায় আর্জেন্টিনা।

তবে লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনাকে পরাস্ত করে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জয়সূচক গোল পেয়ে যায় তিতের শিষ্যরা। অধিনায়ক নেইমারের কর্নারে লাফিয়ে নেওয়া হেডে জাল খুঁজে নেন মিরান্দা।

আর্জেন্টিনার বিপক্ষে শেষ পাঁচ ম্যাচে ব্রাজিলের এই নিয়ে তৃতীয় জয়। গত বছর জুনে মেলবোর্নে আগের মুখোমুখি লড়াইয় ১-০ গোলে জিতেছিলো আর্জেন্টিনা। অন্যটি হয়েছিলো ড্র।

/আরএ

Comments