বিশ্বকাপে পাকিস্তানের সবচেয়ে বড় হার

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, মে ৩১, ২০১৯

ডেস্ক: ট্রেন্টব্রিজে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ওশান থমাসের বোলিংয়ে মাত্র ১০৫ রানে থেমে গেছে পাকিস্তান। ২৭ রানে ৪ উইকেট নেন থমাস। হোল্ডার ৩ টি ও রাসেল শিকার করেন ২ উইকেট। জবাবে ২১৮ বল বাকি থাকতে সাত উইকেটের জয় তুলে নেয় উইন্ডিজরা ।

সহজ টার্গেটের ম্যাচে ক্রিস গেইলের ছক্কার ঝড়ে তেমন কোনো বাধার সম্মুখীন হয়নি ওয়েস্ট ইন্ডিজ। মোহাম্মদ আমিরের পেস বলে তিন উইকেট পড়লেও বিশাল জয়ে বিশ্বকাপ শুরু ক্যারিবীয়দের।

এরপর ওশান থমাসের বলে বাবর আজম ফিরলে ৬২ রানে ৪ উইকেট পড়ে পাকিস্তানের। সরফরাজ আহমেদও ব্যর্থ হন দলের বিপর্যয়ে। ৭৫ থেকে ৮৩ রান তুলতে ৫ উইকেট পড়লে শতরানের নিচে অলআউটের শঙ্কা জাগে পাকিস্তানের। শেষদিকে ওয়াহাব রিয়াজের চেষ্টাতে স্কোরকে তিন অঙ্কে নিয়ে যেতে পারেনি পাকিস্তান।

পাকিস্তান ২২ ওভারও পুরো খেলতে পারেনি। তাই ইনিংসের বিরতির সময়টা দীর্ঘায়িত ছিল না। ১০৬ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে বেশিক্ষণ খেলতে হয়নি ওয়েস্ট ইন্ডিজকে। ১৩ ওভার ৪ বলে জয় নিশ্চিত হয় ক্যারিবীয়দের।

পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ের পর ব্যাটিং তাণ্ডব দেখায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিস গেইলের সৌজন্যে। ৩৪ বলে ৬ টি চার ও ৩ ছক্কায় ৫০ রান করেন এ বাঁহাতি হার্ডহিটার। মোহাম্মদ আমির বোলিংয়ে গতি দেখালেও তা কাজে লাগেনি পাকিস্তানের। ১৯ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন নিকোলাস পুরান।

সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান ১০৫

ওয়েস্ট ইন্ডিজ : ১০৮/৩

ফল : ওয়েস্ট ইন্ডিজ সাত উইকেটে জয়ী

ম্যাচ সেরা : ওশান থমাস

Comments