বালিয়াডাঙ্গীর ভানোর ইউনিয়নে জন্মনিবন্ধন করতে অতিরিক্ত ফি

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৯

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৬ নং ভানোর ইউনিয়ন পরিষদে ২০০ টাকা বা তারও বেশি জন্মনিবন্ধনের ফি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে৷

ভানোর ইউনিয়নের ইউডিসি নবাব আলীর বিরুদ্ধে জন্মনিবন্ধন ফি ২০০ টাকা বা তারও বেশি নেওয়ার অভিযোগ দিয়েছেন আমাদের প্রতিনিধিকে৷

মোহাম্মদ আলী রুবেল অভিযোগ দিয়ে বলেন, আমি বিদেশ ছিলাম সেখান থেকে দেশের বাড়ি আসার সময় মলম পার্টি আমার সকল কাগজপত্র নিয়ে যায়৷তাই বাড়ি এসে আমি আমাদের ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন তুলতে যায় ৷

পরিষদে গিয়ে ইউডিসি নবাব আলীকে জন্মনিবন্ধন তুলতে হবে বলি এবং কত টাকা ফি জানতে চাই? তখন সে বলে ২০০ টাকা ৷আমি সরকারি ফি কত টাকা জানতে চাইলেও একই উত্তর দেয় এবং ১৮০ টাকা আমার কাছ থেকে নিয়ে জন্মনিবন্ধন টা হাতে ধরিয়ে দেয় ৷

একই ইউনিয়নের রফিকুল ইসলাম অভিযোগ দিয়ে বলেন, আমি জন্মনিবন্ধন তুলতে গেলে আমার কাছে ১৮০ টাকা চায়, আমি টাকা কম দিতে চাইলে আমার সামনে জন্মনিবন্ধনের কপিটা ছিড়ে ফেলে দেয়৷

কয়েকজন ইউনিয়নবাসী বলেন, ২০০ থেকে শুরু করে সুযোগ পেলে তারও বেশি নিচ্ছেন একটা জন্মনিবন্ধনের কাগজ তুলতে আর গ্রামের অনেক মানুষ মূর্খ হওয়ায় বাধ্য হচ্ছেন টাকা দিতে ৷

আমাদের প্রতিনিধি জন্মনিবন্ধন তুলতে গেলে তার কাছেও ২০০ টাকা চায়, তিনি সরকারী ফি কত টাকা জানতে চাইলে ইউডিসি নবাব বলেন, ২০০ টাকা ৷

ইউনিয়ন পরিষদের সদস্য মহসিন আলী বলেন, এমন অভিযোগ আমিও পেয়েছি, তাই চেয়ারম্যান সাহেব কে বলে সরকারি ফি মোতাবেক একটা চার্ট লাগানোর ব্যবস্থা করবো যাতে বেশি চাকা না নিতে পারে৷

ইউনিয়নের সচিব দবিরুল ইসলামের কাছে আমাদের প্রতিনিধি জানতে চাইলে বলেন, ১-৫ বছরের জন্য সরকারি ফি ২৫ টাকা+প্রিন্ট ফি ২০ টাকা আর ৫ বছরের উর্ধ্বে সরকারি ফি ৫০ টাকা+প্রিন্ট ফি ২০ টাকা৷

টাকা বেশি নেওয়ার কথা জানতে চাওয়া হলে তিনি বলেন এ বিষয়ে আমি কিছু জানিনা৷ আমার কাছে স্বাক্ষর নিতে আসলে আমি দিয়ে দেয় ৷কার কাছে কত নেয় সেটা জানিনা ৷

অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ও তো বেতন পায়না তাই একটু বেশি নেয়৷আমি ওকে বলে দিব আর বেশি নিবেনা৷

বালিয়াডাঙ্গী উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও আব্দুল্লাহ্ আল মামুন এর কাছে আমাদের প্রতিনিধি জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি জানিনা কারণ আমি কোন লিখিত অভিযোগ পাইনি ৷ তবে এখন যেহেতু জানলাম বিষয়টি আমি তদন্ত করে দেখবো৷

জন্মনিবন্ধন ফি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, সরকারি ফি মোতাবেক নিতে বলা হয়েছে তবে কারও আপত্তি না থাকলে ১০০ টাকা পর্যন্ত নিতে বলা হয়েছে ৷

এমএম/

Comments