খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক ডাকাত আটক

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জুন ১২, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ মঙ্গলবার (১১জুন) দিবাগত রাত সাড়ে ৩ টায় খুলনার শিরোমণি বাইপাস সড়কের এফ আর জুট মিলের সামনে থেকে ডাকাতির প্রস্তুতি কালে পিকআপ ভ্যান ও দেশীয় অস্ত্র এবং ডাকাতির সরঞ্জাম সহ এক ডাকাতকে আটক করেছে খানজাহান আলী থানা পুলিশ।

খানজাহান আলী থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন জানান নিয়মিত টহল চলাকালীন সময় বাইপাস সড়কের এফ আর জুট মিলের সামনে একটি পিকআপ ভ্যান দাড়িয়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশ গাড়ীর কাছে যেতেই ৬/৭ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়।

এসময় পুলিশ খুলনার টুটপাড়ার আমতলা রোডের আমিরুল ইসলামের পুত্র আরিফুল ইসলাম (৩৩) কে আটক করে গাড়ী তল্লাশী করে, গাড়ীর ভিতর থেকে ১টি চাপাতি, ১টি রামদা, ১টি সাবল, ৩টি লোহার রড ও ১টি স্ক্রুড্রাইভার উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আটককৃত আরিফুল ইসলামের স্বীকারোক্তিতে জানা যায় দির্ঘ্যদিন ধরে বাইপাস সড়কে মটর সাইকেল ছিনতাই, বিভিন্নমটরযান দাড় করে লুট করে। এদিকে এঘটনায় আটক আরিফুল ইসলাম সহ অজ্ঞাত ৬/৭ জনকে আসামী করে খানজাহান আলী থানায় ডাকাতি মামলা হয়েছে, নং-৩, তাং-১১/০৬/১৯।

এমএম/

Comments