বালিয়াকান্দিতে বিউটিফিকেশন প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৮

অনিক সিকদার,বালিয়াকান্দি, রাজবাড়ী: রাজবাড়ীর জেলার বালিয়াকান্দিতে বিউটিফিকেশন প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ শিশু পার্ক এস এ চৌধুরী উন্মুক্ত মঞ্চে এই সনদপত্র
বিতরণ করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, থানা অফিসার ইনচার্জ একেএম
আজমল হুদা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ মতিন ফেরদৌস, কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানম উপস্থিত ছিলেন।

উল্লেখ্যঃ গত ২২ শে অক্টোবর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগীতায় ৫ দিন ব্যাপী এই বিউটিফিকেশন প্রশিক্ষন কোর্সে ৩০ জন মেয়ে প্রশিক্ষনার্থীরা প্রশিক্ষন গ্রহন করেন।

/আরএ

Comments