বাংলাদেশকে ২৫৬ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৮

মারুফ মুনির: টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৫৬ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন বাংলাদেশের হয়ে অভিষিক্ত ক্রিকেটার আবু হায়দার রনি। ইনিংসের ষষ্ঠ ওভারে আবারো আবু হায়দার রনির আক্রমণে ১৭ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন রহমত শাহ।

পরের আঘাতটি করেন সাকিব আল হাসান। ৪৭ বলে ৩৭ রান করা ওপেনার মোহাম্মদ শাহজাদকে সাজ ঘরে পাঠানোর পর একে একে আসগর আফগান (১৬ বলে ৮) সামিউল্লাহ সেনওয়ারি (৩১বলে ১৮) মোহাম্মদ নবী’কে (২৪ বলে ১০) সাঝঘরে পাঠান সাকিব। ৯২ বলে সর্বোচ্চ ৫৮ রান করা হাসমত উল্লাহ সাঈদিকে ফেরান রুবেল হোসেন।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৫৫ রান করে আফগানিস্তান। শেষ দিকে রশিদ খানের ৩২ বলে  ৫৭ রান ও গুলবাদিন নবীর ৩৮ বলে ৪২ রানের ঝড়ো ইনিংসের উপর ভর করে লড়াকু স্কোর গড়ে আফগানিস্তান।

/এমএম

Comments