ফটিকছড়িতে নদীতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৮

এম ওমর ফারুক আজাদ, ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়িতে নদীতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। আজ দুপুর ১টার দিকে ফটিকছড়ি সদরের এক কিলোমিটার পশ্চিমে ধুরুং নদীর সেচ প্রকল্প (বাঁঁধের পাড়)-এ ঘুরতে গিয়ে মর্মান্তিক এই মৃত্যু ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম অারাফাত (১৪)। সে ফটিকছড়ি পৌরসভার ৮নং ওয়ার্ড আনু হাজীর বাড়ীর নুরুল আলমের ছেলে, চার ভাইয়ের মধ্যে আরাফাত তৃতীয়। সে ফটিকছড়ি করোনেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ের এবারের জেএসসি পরিক্ষার্থী ছিলো।

স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত ও তার তিন বন্ধু মিলে ধুরুং খালের বাঁধ দেখতে যায়। নদীতে দেয়া বাঁধের নিম্ন স্তর দিয়ে হেটে এপার থেকে ওপারে যাচ্ছিলো তারা। তিন বন্ধু পার হতে পারলেও আরাফাত পা ফসকে পড়ে যায়। এতে করে স্রোতের মধ্যে পড়ে নদীর গভীরতম অংশে পড়ে দূরে গিয়ে ভেসে উঠে। পরে স্থানীয়রা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এমএম

Comments