গাজীপুরে মাদরাসা পরিচালকের স্ত্রী ও ছাত্রকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৮

একুশনিউজ২৪: গাজীপুর একটি হিফজ মাদরাসার পরিচালকের স্ত্রী ও এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে সিটি কর্পোরেশনের ১৭ ওয়ার্ডের চান্দনা এলাকায় অবস্থিত হুফফাজুল করআন নামে ওই মাদরারাসার ভেতর থেকে দু’জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- মাদরাসার পরিচালক ইব্রাহিম খলিল তালুকদারের স্ত্রী মাহমুদা আক্তার (২৫) ও ওই মাদরাসারই শিক্ষার্থী মামুন (৭)। মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শহিদের ছেলে।

গাজীপুরের বাসন থানা পুলিশের ভার্রপাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন মরদেহ দুটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মুক্তার হোসেন জানান, মঙ্গলবার ভোরে ফজর নামাজের সময় মাদরাসার সব ছাত্রকে নিয়ে পাশের মসজিদে নামাজ পড়তে যান পরিচালক ইব্রাহিম খলিল। এ সময় কে বা কারা মাদরাসায় প্রবেশ করে পরিচালকের স্ত্রী মাহমুদা আক্তার (২৫) ও নুরানী ক্লাসের ছাত্র মামুনকে (৭) কুপিয়ে খুন করে পালিয়ে যায়।

খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এমএম

Comments