প্রথম ইনিংসেই উজ্জ্বল পারফরমেন্স-অভিষিক্ত নাঈম হাসানের

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৮

একুশ স্পোর্টস: অভিষিক্ত নাঈম হাসান ও সাকিব আল হাসানের বোলিং তোপে নিজেদের ইনিংসের প্রথম দিনেই ২৪৬ রানে অলআউট হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

শুরতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে গতকাল ৮ উইকেট হারিয়ে ৩১৫ রান সংগ্রহ করে। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ৯ রান যোগ করতে পারেন নাঈম-তাইজুলরা।

৩২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৯ রান করা উন্ডিজ ইনিংস ৩১ রানেই ৩ উইকেট হারায়।

শুরুতে তাইজুল এক উইকেট নেওয়ার পর এক ওভারেই সাকিব দুই উইকেট তুলে নেন। এরপরই আসে অভিষিক্ত নাঈম হাসান।

বোলার হিসেবে অভিষেক হওয়া নাঈম হাসান ব্যাট হাতে দারুণ সফলতার পর বোলিংয়েও নিজের কারিশমা দেখান। পরপর দুই উইকেট দখল করে নিজের জাত চেনান।

এরপর মিরাজ এক উইকেট নিলেও পরের দুটি উইকেট তুলে নেন আবারো সেই নাঈম হাসান। পরের উইকেট সাকিব নিলেও শেষ উইকেটটি আবার নাঈম দখল করেন।

অভিষেক ম্যাচে প্রথম ইনিংসেই নিজের নামের পাশে ৫ উইকেটের পাশাপাশি কঠিন মুহুর্তে ২৬ রানের উজ্জ্বল পারফরমেন্স খোদাই করে নেন নাঈম হাসান।

শেষ পর্যন্ত নাঈম-সাকিবের বোলিং তোপে ২৪৬ রানে অল আউট হয়ে যায় ক্যারিবিয়রা।

ফলে দ্বিতীয় দিনেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। অবশ্য দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করেছে টাইগাররা।

/আরএ

Comments