কালিগঞ্জে দূর্নীতি বিরোধী দিবসে মাববন্ধন ও গনস্বাক্ষর কর্মসূচি পালন

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৮

রেদওয়ানুল ফেরদৌস রনি (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০১৮ উপলক্ষ্যে মানববন্ধন ও গনস্বাক্ষর কর্মসূচি পলিত হয়েছে।

‘আসুন জাতীয় উন্নয়নের স্বার্থে দূর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ শ্লোগানকে সামনে রেখে আর্ন্তজাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষ্যে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ১২টি ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের অংশ গ্রহনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও গনস্বাক্ষর কার্যক্রম পালিত হয়।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকতা কামরুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সুশীলনের প্রোগ্রাম অফিসার রিয়াজুল ইসলাম, নবযাত্রা ফিল্ড অফিস ম্যানেজার আশীষ কুমার হালদার, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক।

বক্তারা দূর্নীতিবাজ ব্যক্তিদের চিহ্নিত করে সামাজিক ভাবে বয়কট ও দূর্নীতি বিরুদ্ধে গণআনন্দলন গড়ে তোলার আহবান জানান।

/আরএ

Comments