ইবিতে ভর্তি আবেদনের সময় বাড়লো

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৮

মোস্তাফিজ রাকিব, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ স্নাতকে (সম্মান) ভর্তির আবেদনের সময়সীমা ২ দিন বাড়ানো হয়েছে।

গত বুধবার (১০ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েব সাইডে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

নতুন ঘোষিত সময়সীমা অনুযায়ী, আগামী ১২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ভর্তির জন্য আবেদন (রেজিস্ট্রেশন এবং আবেদন ফি জমা) করা যাবে। এছাড়া অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট www.iu.ac.bd

প্রসঙ্গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়ে ৭ নভেম্বর পর্যন্ত চলবে এবং আগামী ১৪ অক্টোবর ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়-সূচি প্রকাশ করা হবে।

এছাড়া আগামী ১৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবরের মধ্যে আবেদনকারীরা তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে বলে জানা গেছে।

উল্লেখ্য এর আগে ১৫ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদনের সময়সীমা নির্ধারণ করা ছিলো।

/আরএ

Comments