১০বছরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়; উদযাপনে থাকছে নানান আয়োজেন

প্রকাশিত: ৩:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০১৮

আবির, বেরোবি প্রতিনিধি: আগামীকাল ১২ অক্টোবর দশ বছরে পা রাখতে যাচ্ছে রংপুর বিভাগের একমাত্র পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।

দশ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ নানা কর্মসূচীর আয়োজন করেছেন। ১২ অক্টোবর সকাল ৯:১৫ মি. বিশ্ববিদ্যালয়ে জাতীয় সঙ্গীত এবং পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হবে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন।

এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন করে শুভেচ্ছা বাণী পাঠ করবেন এবং দিনের কর্মসূচী উদ্বোধন করবেন উপচার্য প্রফেসর ডক্টর নাজমুল আাহসান কলিমুল্লাহ।

পরে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি এবং রোভার স্কাউট সদস্যদের অভিবাদন গ্রহন করে বিশ্ববিদ্যালয় দিবসের আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দিবেন উপচার্য। এরপর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে দশটায়

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অংশগ্রহনে আয়োজিত দিনব্যাপী একাডেমিক ফেয়ার এবং রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর উদ্বোধন হবে।

এছাড়াও সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুপুর দেড়টায় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের তৃতীয় পর্যায় সন্ধায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য জনাব এইচ এন আশিকুর রহমান এমপি।

বিশেষ অতিথি হিসাবে থাকবেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমিতির সভাপতি এবং আরো বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি মহোদয়।

আলেচনা অনুষ্ঠানের পর সন্ধ্যা সোয়া ৭ টায় চিলেকোঠা ও অগ্নিস্নান ব্যান্ড দলের অংশগ্রহনে কনসার্ট অনুষ্ঠিত হবে।

তত্ত্বাবধায়ক সরকারের অকৃত্রিম প্রচেষ্টায় ২০০৮ সালের ১২ অক্টোবর রংপুর বিভাগের মধ্যে রংপুর বিশ্ববিদ্যালয় নামে ৩০ তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়।

পরে ২০০৯ সালে নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে নাম পরিবর্তিত করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রাখা হয়।

বর্তমানে ৬ টি অনুষদের অধীনে ২১টি বিভাগে প্রায় সাড়ে ৮ হাজার শিক্ষার্থী অধ্যায়ন করছে এই বিশ্ববিদ্যালয়ে।

/আরএ

Comments