ইতিহাস গড়া হলো না হংকংয়ের

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৮

মারুফ মুনির: প্রথমবারের মতো এশিয়া কাপে  সুযোগ পেয়ে ইতিহাস গড়ার হাতছানি দিয়েছিলো হংকং। টসে জিতে আগে ব্যাট করতে পাঠিয়েছিলো ভারতকে। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান তোলে ভারত।

লক্ষ্য তাড়া করতে নেমে বিনা উইকেটেই ১৭৪ রান তুলে ফেলে হংকং। সারা বিশ্বের ক্রিকেট প্রেমিরা অসাধারণ এক রোমঞ্চকর ইতিহাসের মুখোমুখি হওয়ার অপেক্ষায় ছিলো তখন। কিন্তু এরপর আর এগোতে পারেনি তারা। এগোতে পারেনি বললে ভুল হতে পারে বরং শেষ পর্য জয় তুলে নিতে পারেনি। কিন্তু  লড়াই চালিয়ে গেছে।

দুই ওপেনার নিজাখাত খান করেন ১১৫ বলে ৯২ রান, আংশুমান রাথ করেন ৯৭ বলে ৭৩ রান। এই দুইজন আউট হওয়ার পর আর রানের চাকা এগোয়নি হংকংয়ের। শেষ পর্যন্ত নির্ধারিত ৫৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৯ রান করে তারা।

ভারতের হয়ে ১২০ বলে সর্বোচ্চ ১২৭ রান করেন শিখর ধওয়ান। ৭০ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান আসে আম্বাতি রাইডুর ব্যাট থেকে।

/এমএম

Comments