এবার ইসরায়েলে যুদ্ধকালীন জরুরি সরকার গঠন

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩

হামাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে জরুরি সরকার এবং যুদ্ধবিষয়ক ব্যবস্থাপনা মন্ত্রিসভা গঠন করেছে ইসরায়েল।

আজ বুধবার (১১ অক্টোবর) হামাসের হামলায় নাস্তানাবুদ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং জাতীয় ঐক্য পার্টির নেতা বেনি গ্যান্টজ যৌথভাবে এই ঘোষণা দিয়েছেন। খবর সিএনএনের।

ইসরায়েলের নতুন মন্ত্রিসভায় তিন সদস্য থাকবেন। তারা হলেন- নেতানিয়াহু, বেনি গ্যান্টজ ও বর্তমান প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এই সরকার কোনো আইন পাস করতে পারবে না এবং যুদ্ধ পরিচালনার সঙ্গে সম্পর্কহীন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে হামাস। হামাসের এই হামলার পর গাজায় পাল্টা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। পাল্টাপাল্টি হামলায় এরই মধ্যে দুই দেশের নিহতের সংখ্যা ২২০০ ছাড়িয়েছে। আহত হয়েছে আরো কয়েক হাজার মানুষ। দুই দেশের মধ্যে এখনো লড়াই চলছে। ফলে হতাহতের এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

Comments