এবার আরব বিশ্বের মুসলিমরা কত ঘন্টা রোজা রাখছেন?

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, মে ১০, ২০১৯

ডেস্ক: এবার পবিত্র মাহে রমজানে আরব বিশ্বের দেশগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় রোজ রাখছেন আলজেরিয়ার মুসলিমরা।এই অঞ্চলের রোজাদারদের গড়পড়তায় ১৬ ঘন্টা খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকতে হচ্ছে।

আবুধাবি ভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাষ্ট্রনোমি সেন্টারের বরাত দিয়ে জিডিএন অনলাইন এ তথ্য জানিয়েছে।

ইন্টারন্যাশনাল অ্যাষ্ট্রনোমি সেন্টারের তথ্যানুয়ায়ী, প্রথম রোজার দিন আলজেরিয়াবাসীদের ১৫ ঘন্টা ৩০ মিনিট রোজা রাখতে হয়েছে। পবিত্র এই মাসের শেষদিনে এটা পৌঁছবে ১৬ ঘন্টায়।

এদিকে, বাহরাইনের মুসলিমদের রমজানের প্রথম দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট রোজা রাখতে হবে। আর রমজানের শেষদিন তা হবে ১৫ ঘন্টা ১৫ মিনিট।

দীর্ঘ সময়ের রোজার তালিকায় আরব দেশগুলোর মধ্যে সৌদি আরবের অবস্থান তৃতীয়। দেশটিতে রমজানের প্রথম দিন ১৪ ঘন্টা ৪০ মিনিট রোজা রাখতে হয়েছে। এবং রমজানের শেষদিনের রোজা হবে ১৫ ঘন্টা ১২ মিনিট।

মিসরে রমজানের প্রথম দিন ১৫ ঘন্টা ৩ মিনিট রোজা রাখতে হবে। দেশটিতে শেষদিনের রোজা হবে ১৫ ঘন্টা ৪৩ মিনিট।

ফিলিস্তিনে (১৫ ঘন্টা ৪ মিনিট/১৫ ঘন্টা ৪৬ মিনিট); ইরাকে(১৫ ঘন্টা ১৫ মিনিট/১৬ ঘন্টা ১ মিনিট); সিরিয়ায় (১৫ ঘন্টা ১৭ মিনিট/১৬ ঘন্টা ২ মিনিট); লেবাননে (১৫ ঘন্টা ১৫মিনিট/১৬ ঘন্টা ২ মিনিট); জর্ডানে ( ১৫ ঘন্টা ১২ মিনিট/১৫ ঘন্টা ৫৪ মিনিট)।

সূত্র : জিডিএন অনলাইন

এমএম/

Comments