ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ; নিহত অন্তত ২০

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯

ভারতে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। আজ সকাল ৯ টা ৪৫ মিনিটে মহারাষ্ট্র রাজ্যের শিরপুরে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১৫ জন।

জানা গেছে, ৮০ জনের মতো মানুষ কারখানাটিতে আটকে পড়েছে। এলাকায় রাসায়নিক গ্যাসে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনীর ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তত্পরতায় আগুন নেভানোর কাজ চলছে।

সংবাদ সংস্থা পিটিআইকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণের সময় কারখানায় উপস্থিত ছিলেন প্রায় ১০০ শ্রমিক। সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয় বলে ধারণা করা হচ্ছে। ওই কারখানায় প্রচুর দাহ্য পদার্থ রয়েছে।

স্থানীয়রা বলছেন, একাধিক সিলিন্ডারের বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে।

পুলিশ বলছে, এখনও পর্যন্ত ৮টি মরদেহ উদ্ধার করা গেছে। যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকাজ চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা।
এদিকে, উদ্ধারকাজে নজরদারি রাখতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা।

সূত্র : ডেইলি হান্ট

Comments