ভৈরবে পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচী ও কর্মবিরতি পালন

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯

নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে অবস্থান কর্মসূচী ও কর্মবিরতি পালন করা হয়েছে। মেয়র কাউন্সিলরদের সম্মানি ভাতা ও পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে দেওয়ার দাবীতে ১ জুন সোমবার সকাল ১০টা থেকে এই অবস্থান কর্মসূচী ও কর্মবিরতি পালন করা হয়েছে।

ভৈরব পৌর সার্ভিস এসোসিয়েশন এর কিশোরগঞ্জ জেলা শাখা সভাপতি পৌরসভার প্রধান প্রকৌশলী বাদশা আলমগীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌর সচিব মো. দুলাল উদ্দিন, সহকারী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, পৌরসভার কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌরকর আদায়কারী মো. শাহনেওয়াজ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মেয়র কাউন্সিলরদের সম্মানি ভাতা ও পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে দিতে হবে। আমাদের দাবী পূরন না হলে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনে ধাবিত হবো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন আমাদের এ দাবী যেন পুরন করা হয়। আগামীকাল মঙ্গলবার কিশোরগঞ্জ প্রেসক্লাবের জেলার সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে অবস্থান কর্মসূচী ও কর্মবিরতি পালন করবে বলে জানা যায়।

কর্মবিরতি ও কর্মসূচীতে পৌরসভার সকল শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

Comments