ইউজিসির বিদেশি ডিগ্রি সমতা বিধান স্টিয়ারিং কমিটির সদস্য কুবি উপাচার্য

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৯

খোরশেদ আলম, কুবি প্রতিনিধি: প্রথমবারের মতো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বিদেশি ডিগ্রী সমতা বিধান স্টিয়ারিং কমিটির সদস্য হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

রোববার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে গত ৭ জুলাই ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের উপ-পরিচালক (বৃত্তি) প্রকৌশলী মোহাম্মদ জিয়াউর রহমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

উল্লেখ্য, ২১ সদস্যবিশিষ্ট এ কমিটির আহ্বায়ক ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

Comments