যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০১৯

যশোর প্রতিনিধি:  যশোর-মাগুরা সড়কে সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বিউটি খাতুন (২৬) ঘটনাস্থলেই নিহত ও মোটরসাইকেলের চালক স্বামী বাবুল হোসেন (৩২) আহত হয়েছেন। নিহত বিউটি যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামের আমির হোসেনের মেয়ে ও আহত বাবুল পশ্চিমপড়ার ইসাহক আলীর ছেলে।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে খাজুরার কোদালিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেনাপোল থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের (চট্টগ্রাম-ব-১১-১২৬৪) একটি বাস খাজুরার কোদালিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালকের স্ত্রী বিউটি খাতুন নিহত এবং চালক গুরুতর আহত হন।

স্থানীয়রা এসে আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে স্থানীয় ফুলবাড়ি ক্যাম্পের পুলিশ এসে লাশ তাদের হেফাজতে রাখে এবং মোটরসাইকেলটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে খাজুরা তেলপাম্প নামকস্থান থেকে খাজুরা পুলিশ ঘাতক বাসটিকে আটক করে।

এদিকে নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিউটির সাথে বাবুলের ৫ বছর আগে বিয়ে হয়। দু’জনের বাড়ি কাশিমপুর গ্রামে।

নিহতের ভাই রিপন জানান, খাজুরার পুকুরিয়া গ্রামে আত্মীয় বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিলো।

Comments