ধর্ষকদের শাস্তির দাবিতে জবিতে মানববন্ধন

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৯

জবি প্রতিনিধি: ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে জবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের সাথে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রলীগের নেতৃবৃন্দ যোগদান করেন।

বুধবার বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানবন্ধনে বক্তারা বলেন, প্রতিদিনই দেশের কোনো না কোনো স্থানে ধর্ষণের মতো ঘটনা ঘটতেছে। প্রায় প্রত্যেকদিনই গণমাধ্যমে বিভিন্ন ধর্ষনের খবর আমরা দেখতে পাচ্ছি। ধর্ষণ এতোটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে পঁাচ ছয় বছরের শিশু বাচ্চারাও রেহায় পাচ্ছে না। ধর্ষণের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে আনার জন্যও আহবান জানানো হয় এই মানববন্ধন থেকে।

মানবন্ধনে উপস্থিত ছিলেন জবির সহকারী প্রক্টর মোস্তফা কামাল,জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, অধ্যাপক ড. দিপিকা রাণী সরকার।

উপস্থিত ছিলেন জবি ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তানজিনা শিমু, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, আসদুজ্জামান আসাদশ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

Comments