বৈশাখ বরণে কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৯

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে বাঙ্গলীর ঐতিহ্য বাংলা নববর্ষ-১৪২৬ (পহেলা বৈশাখ) উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) তাছলিমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন, পৌর মেয়র জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা আ.লীগের সভাপতি শরীফুন্নেছা মিকি, সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আ.লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল, যুগ্ম-আহ্বায়ক শহিদুজ্জামান সেলিম।

এসময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়া, ইউপি চেয়ারম্যান নওশের আলী নাসির, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন, ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান কাবিল বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, কোটচাঁদপুর মডেল সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।

প্রস্তুতিমূলক সভায় বর্ষবরণে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা এবং আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

/আরএ

Comments